অত্র বিদ্যালয়টি ১৯৫৮ ইং সনে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ ইং সনে সরকারী করন হয়। বিদ্যালয়টি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামাল ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়টি ২০১০ ইং সনে দ্বিতল ভবনে উন্নীত হয়। অত্র বিদ্যালয়ে ভূমির পরিমাণ ৪০ শতক।
অত্র বিদ্যালয়টি ১৯৫৮ ইং সনে এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ ইং সনে সরকারী করন হয়। বিদ্যালয়টি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামাল ইউনিয়নে অবস্থিত। এই বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও একজন শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়টি ২০১০ ইং সনে দ্বিতল ভবনে উন্নীত হয়। অত্র বিদ্যালয়ে ভূমির পরিমাণ ৪০ শতক।
১ম শ্রেণী - ৬৮ জন
২য় শ্রেণী - ৭২ জন
৩য় শ্রেণী - ৭৭ জন
৪র্ শ্রেণী - ৭২ জন
৫ম শ্রেণী - ৫০ জন
সভাপতি: মো: আব্দুল্লাহ
গ্রাম : মুন্সিগাঁও,
ডাক : কামাল বাজার,
দক্ষিণ সুরমা, সিলেট।
২০০৮ ইং - ৯৮%
২০০৯ ইং - ১০০%
২০১০ ইং - ৭৯%
২০১১ ইং - ৯৭%
২০১২ ইং - ৯৭%
২০১২ইং সনে বেসরকারী বৃত্তি, দক্ষিণ সুরমা উপজেলায় ১ম স্থান
শিক্ষার হার সব সময় ১০০% করা।
উপজেলা থেকে ১৬ কি: মি: পশ্চিমে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস